জুনায়েদ আহম্মেদ, ৭ ডিসেম্বর:
করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে মাস্ক না পড়ার অপরাধে ৩৫ জনকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বাজার ও ঝুমুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম।
দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে মাস্ক পরিধানে অভ্যস্ত করতেই এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়ার অপরাধে ৩৫ জন থেকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।