রবিউল ইসলাম খাঁন, ১৭ ডিসেম্বরৃ: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ শহরের সিটি প্লাজাস্থ ক্যাপসিকাম চাইনিজ রেষ্টুরেন্টে ৪৫ জন এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হুমায়ুন রশিদ।
খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক সদস্য গোলাম রহমান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের হেড অব কমিউনিটি এন্ড এনগেজমেন্ট মো: খায়রুল শাহেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
দৈনিক দেশ রূপান্তর লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, ডা: আরমান খান, রফিক উল্যাহ ও সাইফুল ইসলাম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ৪৫ জন এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও কম্বল বিতরন করেন।
ভবিষ্যতে ৪৫ এতিম শিক্ষার্থীর লেখাপড়া ও মানসিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়া সামগ্রী প্রদান এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগীতা করা হবে বলে জানিয়েছেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের হেড অব কমিউনিটি এন্ড এনগেজমেন্ট মো: খায়রুল শাহেদ।
এসময় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।