ইয়াছিন আরাফাত রাব্বি, ১৮ ডিসেম্বর: জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যে টিউরী যুবকল্যাণ পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ও প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সংগঠনের পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন আয়োজন।
সপ্তাহব্যাপী ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা শেষে শুক্রবার সন্ধা ৭টায় ক্লাব মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি, ফ্রান্স প্রবাসী হানুবাইশ আলোর প্রত্যয় সংগঠনের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবীর বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
সংগঠনের সদস্য এ.কে আজাদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর লক্ষ্মীপুর প্রতিনিধি মাহমুদ ফারুক, নাগমুদ জুনিয়র যুব ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন রনি ও
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের কোষাধ্যক্ষ রায়হানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সদস্য ও শুভাকাঙ্খিবৃন্দ।