রায়হানুর রহমান, ১৯ ডিসেম্বর: সংশপ্তক অ্যাসোসিয়েশনের উদ্যেগে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের অসুস্থ, শারিরীক প্রতিবন্ধী ও দুস্থ্য মানুষের মাঝে হুইলচেয়ার, কমোড চেয়ার এবং শীতবস্ত্র বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
শুক্রবার দিনব্যপি এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না, ইউনিয়নের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশপ্তকের সদস্যবৃন্দ প্রমূখ।
সংশপ্তক’র প্রতিষ্ঠাতা মোঃ স্বপন আহম্মেদ জানান, রামগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিবন্ধী ও অসহায় মানুষগুলোর সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।