প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, লক্ষ্মীপুর এর একটি বিশেষ দল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার জকসিন বাজারের “বন্ধন” রেষ্টুরেন্ট এর ভিতর থেকে আমজাদ হোসেন রাজু নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় উক্ত রেষ্টুরেন্টে তল্লাশি চালিয়ে ১০ বোতল বিদেশী হুইস্কি ও ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আমজাদ হোসেন রাজিব, প্রকাশ রাজু সেনবাগ থানার দক্ষিণ রাজারামপুর গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব হোসেন রাজু জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সহিত জড়িত। উদ্ধারকৃত বিদেশী মদ ও ফেন্সিডিল কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে থাকে।
র্যাব ১১ লক্ষ্মীপুর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ্ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।