রায়হানুর রহমান, ১৬ জানুয়ারী:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা আজ শনিবার দিনব্যপি দলের অস্থায়ী কার্যালয় খান টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সফিক মাহমুদ পিন্ট্’ুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ড. আনোয়ার খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড রফিক উল্যা পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীসহ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচন নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে সবাইকে একযোগে প্রচার-প্রচারান, গন সংযোগসহ কার্যকরী ভুমিকা নিয়েও বিশেষ আলোচনা ও উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের মেয়াদত্তীর্ণ কমিটি গঠনকল্পেও আলোচনা হয়।