মামুন ভূঁইয়া, ২৮ জানুয়ারী: মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে রায়পুর থানার উদ্যোগে উপজেলাব্যাপী বিট পুলিশিং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়া চলাকালীন সময়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল জলিল বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে সুষ্ঠ আইনশৃঙ্খলার কোনো বিকল্প নেই। আর টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা আবশ্যক।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড . এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবার নির্দেশে রায়পুর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্বাবধানে উপজেলার ১৩ টি বিট পুলিশিং এলাকা পরিদর্শনকালে মাদক, জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সতর্কতামুলক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ।
এসময় তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও পুলিশের আইজিপি ড. বেনজীর আহম্মেদ’র নির্দেশে জনগনকে পাশে নিয়ে সম্মিলিত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।