তাবারক হোসেন আজাদ, ১৩ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার ১নং ওয়ার্ডের শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা দিয়ে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী রায়পুর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ২৩৬৩১ জন। পুরুষ ভোটার ১১৯৯০ ও মহিলা ভোটার ১১৬৪১ জন। ওয়ার্ড ৯টি। ভোট কেন্দ্র রয়েছে ১৩টি। ভোট কক্ষের সংখ্যা ৭০টি।
সভায় রুবেল ভাট বলেন, নৌকা উন্নয়নের মার্কা। এলাকার উন্নয়নে কাজ করতে নৌকা মার্কাকে বিজয়ী করা দরকার। আমি নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবো। পৌরসভার অবহেলিত এলাকাগুলোতে রাস্তা-ঘাট, ড্রেনেজ, লাইটিংসহ পর্যায়ক্রমে সকল সমস্যাগুলো সমাধান করা হবে। দল-মত নির্বিশেষে উন্নয়নের জন্য কাজ করবো।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, আওয়ামীলীগ নেতা এ্যাড. মিজানুর রহমান মুন্সি, ইউসুফ মিজি, আহসান উল্যা মাল, নুরনবী মিজি, শফিকুর রহমান খান, আবু নাছের বাবু প্রমুখ।
নির্বাচন পরিচালক জামসেদ কবির বাক্কি বিল্লাহ জানান, পর্যাক্রমে নয় ওয়ার্ডে- ১৩ ফেব্রুয়ারী এটিএম মোস্তফা কিন্ডারগার্টেন, ১৪ ফেব্রুয়ারী স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১৫ ফেব্রুয়ারী মার্চেন্টস একাডেমীতে, ১৬ ফেব্রুয়ারী পশ্চিম মধুপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসা, ১৭ ফেব্রুয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮ ফেব্রুয়ারী দক্ষিণ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারী সরকারি ডিগ্রি কলেজ ও ২০ ফেব্রুয়ারী কেরোয়া সিরাজীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।