পাটোয়ারী হোসেন শরীফ, ২১ ফেব্রুয়ারি: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিপাহী শিল্পী গোষ্টি রামগঞ্জ শাখার আয়োজনে শহরের নিজস্ব মিলনায়তনে স্বরবর্ণের গান ও দেশাত্ববোধক গান শিখি প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম মুজাহিদের সভাপতিত্বে প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ খালেদ মাহমুদ ফারুক। পরিচালক সদস্য বেলাল আহম্মেদের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেণ, রেনেসা শিল্পী গোষ্টির লক্ষ্মীপুর শাখার পরিচালক ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল ও সহ-সাধারণ সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।