মাজেদ হোসেন, ২৮ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট (নৌকা প্রতীক)। তিনি ভোট পেয়েছেন ৮৪০২। নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির এবিএম জিলানী (ধানের শীষ প্রতীক) ১৪৪১ ও স্বতন্ত্র প্রার্থী মনির আহাম্মদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩০৭।
এছাড়া ১নম্বর ওয়ার্ডে আবু নাসের-বাবু, ২নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভি, ৩নম্বর ওয়ার্ডে ইউসুফ আলী, ৪নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন বাহার, ৫নম্বর ওয়ার্ডে জাকির হোসেন নোমান, ৬নম্বর ওয়ার্ডে আইনুল কবির মনির, ৭নম্বর ওয়ার্ডে শিশির পাঠান, ৮নম্বর ওয়ার্ডে আবুল হোসেন সর্দার ও ৯নম্বর ওয়ার্ডে রুবেল প্রধানিয়া কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী ১-২-৩নম্বর ওয়ার্ডে নাজমা আরা মনি, ৪-৫-৬ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি বেগম স্বপ্না ও ৭-৮-৯ নং ওয়ার্ডে শামছুন নাহার লিলি নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নয়টি ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন সম্পুর্ণ হয়েছে। বেসরকারিভাবে গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা দেয়া হয়েছে।