মাজেদ হােসেন, ৪ মার্চ: লক্ষ্মীপুরের রায়পুরে পড়া না পারার কারনে ইয়াসিন (৮) নামের এক মাদ্রাসা শিশু ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেছে ওমর ফারুক নামের এক শিক্ষক। বুধবার সকালে শহরের নতুন বাজার এলাকায় তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনষ্টিটিউট মাদ্রাসা এ ঘটনাটি ঘটেছে। শিশুটি বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশুর ছবিসহ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অভিভাবকদের মাঝে।
বুধবার রাতে আহত শিশুর মা লাভলি বেগম বিচারের দাবিতে অভিযুক্ত মাদরাসা শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শিশুর মা লাভলী বেগম জানান, আমার ছেলে মোঃ ইয়াসিন শহরের নতুন বাজার তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনষ্টিটিউট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়তো। বুধবার সকালে শিক্ষকের দেয়া পড়া না পারার কারণে ওমর ফারুক নামের ওই শিক্ষক আমার ছেলেকে ডিস লাইনের তার দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এসময় তার জামার কলার চেপে ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে দ্বিতীয় দফায় আবারও পেটায় । খবর পেয়ে আমি মাদ্রাসায় গেলে আমার ছেলে কাঁদতে কাঁদতে আমাকে ঘটনাটি জানালে আমি ছেলেকে হসপিটালে ভর্তি করাই।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক পলাতক থাকায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল বলেন, মাদ্রাসার শিশু ছাত্রকে শিক্ষক কর্তৃক পিটিয়ে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।