মাহমুদ ফারুক, ৭ মার্চ: লক্ষ্মীপুর রামগঞ্জ পৌর শহরের খাদ্য গুদাম চত্বর এলাকায় ট্রলি চাপায় মারাত্মক আহত হয়ে ঢাকার একটি হসপিটালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ (৭মার্চ) রবিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরমান আহম্মেদ জনি (১৯)।
জনি উপজেলার করপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের মাইঝের বাড়ীর হারুন অর রশিদের ছেলে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায়।
স্থানীয় সূত্রে ও আরমান আহম্মেদ জনির বন্ধুরা জানান, সোমবার (১ মার্চ) সন্ধায় ৪/৫জন বন্ধু মিলে রামগঞ্জ শহরের একটি রেস্তোরায় নাস্তা খেয়ে সিএনজিযোগে বাড়ী ফেরার পথে খাদ্যগুদাম গেইটের সামনে একটি বালুবাহি ট্রলি চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় আরমান হোসেন জনি ও বিপ্লব মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন ও অন্য বন্ধুরা আরমান হোসেন জনি ও বিপ্লবকে উদ্ধার করে দ্রুত ঢাকার রাশমনো হসপিটালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরমান হোসেন জনি আজ সোমবার দুপুরে মারা যান।
আহত বিপ্লব হোসেন ঢাকায় চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে এখন বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।