রেদোয়ান সালেহীন নাঈম, ১০ মার্চ: রামগঞ্জ উপজেলার নিচহরা ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যেগে নিচহরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে দিনব্যপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রি ব্লাড গ্রুপ ও চিকিৎসা ক্যাম্পেইনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নিচহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন মজুমদার, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, নিচহরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা দেওয়ান প্রমূখ।
চিকিৎসাসেবা প্রদান করেন, রামগঞ্জ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ তারেক হোসেন ও ব্লাড গ্রুপ নির্ণয় করেন ইফতেখার আজাদ।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা করেন, ফুয়াদ হোসেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন, ওয়াকিউল আহম্মেদ, আরমান হোসেন, মোঃ শান্ত, মোঃ শাকিব, মোঃ রেদোয়ান, মোঃ নাহিদ, মোঃ নোমান ও আসিফ প্রমূখ।