নিজস্ব প্রতিবেদক, ২৪ মার্চ: পবিত্র কোরআন শরীফের ২৬টি আয়াতের পরিবর্তনের দাবীতে ভারতের একটি আদালতে রীটের প্রতিবাদে এবং রীট বাতিলের দাবীতে জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও, কাশিমনগর ও তাহিরপুর গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে মাঝিরগাঁও নোয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাঝিরগাঁও বাজার, তাহিরপুর ও কাশিমনগর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নোয়া মসজিদ প্রাঙ্গণে এসে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় বক্তাগণ শিয়া মুসলিম ওয়াসিম রিজভি কর্তৃক উদ্দেশ্য প্রণোধিতভাবে ভারতের আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত পাল্টানোর রীটকে ষড়যন্ত্র ও কোরআন অবমাননার সামিল বলে আখ্যায়িত করে বলেন, অনতিবিলম্বে এ রীট প্রত্যাহার ও আদালতে দায়ের করা রীট খারিজ করতে আহবান জানান। অন্যথায় এর পরিনতি হবে ভয়াবহ।
ইসলাম প্রিয় তৌহিদী জনতার আহবায়ক মাওলানা আবদুর রব জিহাদীর সভাপতিত্বে এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মোরশেদুল আরেফিন, হাফেজ খোরশেদ আলম ও মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।