আতোয়ার রহমান মনির, ২৮ মার্চ:
লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচারনাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ভাংচুর করা হয়েছে দু’টি নির্বাচনী অফিস। সংর্ঘষে উভয়পক্ষের ৫ কর্মী ও সমর্থক আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ও রাত পর্যন্ত তোরাবগঞ্জ ইউপির ৪ নং ওয়ার্ড ফাজিল মিয়ার হাট ও ৭ নং ওয়ার্ড চর পাগলা এলাকায় কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ও রাত পর্যন্ত দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রাছেল ও ঘোড়া প্রতীকের প্রার্থী রতন সমর্থিতদের প্রচারনাকালে সমর্থকদের মধ্যে কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষে সংর্ঘষ বাধে।
সংর্ঘষে শাহজালাল মেস্তুরী, মোঃ সোহেল, তানিম, ফাহিম, ফিরোজসহ ৫ জন। তাদেরকে কমলনগর কড়ইতলা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে বহিরাগত লোকজন আসায় ধাওয়া পাল্টা ধাওয়া ও দুই চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়।
রাতে ও সকালে পুলিশ ঘটনাস্থলে কয়েকবার টহল দিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। তারা জানান, কোন প্রকার উস্কানি ছাড়াই আমার নির্বাচনী প্রচারনার অফিস ভাংচুর করা হয়েছে। এসময় দুজনেই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
উল্লেখ্য আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।