মাহমুদ ফারুক, ১ এপ্রিল:
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘নো মাস্ক-নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় প্রচারনা করা হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের উওর তেমুহণী এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় ৫০ জনকে একশ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারা মো. মাসুম বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ৫০ জনকে জরিমানা করা হয়। লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে রায়পুর উপজেলার পৌরশহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। মাস্কবিহীন ব্যবসা পরিচালনা ও পথচারীদের নাকে মুখে মাস্ক না থাকায় ২১শ টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় বিনামূল্যে।
পাশাপাশি লাইসেন্সবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ও শহরের ভেতর নিষিদ্ধ ট্রলি চলাচল অব্যাহত থাকায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাটকা মাছ পরিবহন করার অভিযোগে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ৫ কেজি জাটকা ইলিশগুলো রায়পুর উপজেলার দুটি এতিমখানা ও মাদ্রাসাসহ দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।