মাহমুদ ফারুক, ৫ এপ্রিল:
লক্ষ্মীপুরে বিসিক এলাকায় Rab ১১ অভিযান চালিয়ে নগদ প্রায় ত্রিশ লক্ষ টাকা, একটি টয়োটা হ্যারিয়ার প্রাইভেটকার ও বেশ কয়েক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ জহির হোসেন প্রকাশ মিঝি (৪৫) কে আটক করে Rab।
জহির হোসেন মিঝি পাশ্ববর্তি ফরিদগঞ্জ উপজেলার চরড়ুকিয়া গ্রামের মিঝি বাড়ীর মৃত আবদুল হাসেম মিঝির ছেলে।
Rab’ র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার খন্দকার মোঃ শামিম হোসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে লক্ষ্মীপুর বিসিক এলাকার মোঃ রাকিব হোসেনের দুই তলা ভবনে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী জহির হোসেন মিঝিকে আটক করা হয়।
এসময় তার দেয়া তথ্যমতে ঐ ভবন থেকে নগদ উনত্রিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা, ১টি কালো রংয়ের টয়োটা হ্যারিয়ার প্রাইভেট কার ও বেশ কয়েক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত জহির হোসেন জানান, লক্ষ্মীপুর পৌর এলাকার ওসমান গণি মিন্টুর মাধ্যমে পরস্পর মাদক বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত জহির হোসেন মিঝিসহ পলাতক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।