মাজেদ হোসেন, ৮ এপ্রিল: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রিপা আক্তার (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে প্রসূতির স্বজনরা হাসপাতালের সামনে দোষী চিকিৎসকের বিচারের দাবিতে জানিয়ে বিক্ষোভ করেন। রিপা আক্তার রায়পুর উপজেলার চরবগা ইউনিয়নের প্রবাস ফেরত ফারুখ হোসেনের স্ত্রী।
রিপা আক্তারের স্বামী জানান, আমার স্ত্রী রিপা আক্তারের প্রসব যন্ত্রনা দেখা দিলে গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইয়াসমিনের দেয়া হলুদ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
হাসপাতালের চিকিৎসক ডা. শামিমা ও নার্স আরজু ঐ দিন দুপুরে রিপা আক্তারের সিজার অপারেশন করেন। অপারেশনে রিপা আক্তার ছেলে শিশুর জন্ম দিলেও আজ বৃহস্পতিবার সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় আমাদের অনুরোধে কর্তব্যরত নার্স স্যালাইন তাকে দেন। স্যালাইন দেয়ার কিছুক্ষণ পরেই রিপা আক্তার বেড থেকে পড়ে ফ্লোরে পড়ে গিয়ে সাথে সাথেই মারা যান। তিনি আরো জানান, আমার স্ত্রীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে হসপিটাল কতৃপক্ষ উঠেপড়ে লেগেছে। আমি এ ঘটনার বিচার চাই।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামিমা জানান, প্রসূতি কিভাবে মারা গেলো কিছুই বুঝতে পারছি না। যিনিই ওই প্রসূতিকে দুই বাচ্চা থাকার পরও তৃতীয় বাচ্চা হওয়া সময় সরকারি হলুদ কার্ড দিয়েছেন, তিনি অন্যায় করেছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন ভুল চিকিৎসার কথা অস্বীকার করে বলেন, প্রসূতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাক্তারের কোনো অবহেলা ছিল না।’
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।