মাহমুদ ফারুক: রামগঞ্জ উপজেলা ভূমি অফিসের নবনির্মিত রেকর্ডরুম “নিনরণী” ও বিভিন্ন সংষ্কারমূলক কাজের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন নবনির্মিত রেকর্ডরুমটি উদ্বোধন করেন তিনি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সার্বিক নির্দেশনায় সাবেক সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদের পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে এ রেকর্ডরুমের নির্মান কাজ শুরু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ রেকর্ডরুম হওয়ায় গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষন করা সম্ভব হবে।