রায়হানুর রহমান: নতুন করে লকডাউন নিয়ে আতঙ্কিত জেলার রামগঞ্জ উপজেলার মূল সড়কগুলোতে হটাৎই দেখা দিয়েছে তীব্র যানজটের।
ঘরমুখো মানুষের ভীড়ে শহরের প্রধান প্রধান সড়কে চলাচল দায় হয়ে পড়েছে যেন।
শহরের পুলিশ বক্স চৌরাস্তা, সোনাপুর বাজার, চিতোষী সড়ক, বাইপাস সড়ক ও মূল সড়কে শত শত সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত রিক্সার কারনে রামগঞ্জ শহরের সোনাপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় রামগঞ্জ থানা পুলিশ মাঠে নামে।
আজ রবিবার ভোর থেকে শহরের বাইপাস সড়ক, পুলিশ বক্স চৌরাস্তা, পাটবাজার, সোনাপুর বাজার ও চৌরাস্তায় শত শত গাড়ীর কারনে তীব্র যানজটের দেখা দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দফায় দফায় যানজট নিরসনে অভিযান চালায়।
এসময় সড়কের উপর থেকে অবৈধ ফুটপাত ও সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ড তুলে দেয়া হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তা রিয়াদুর রহমান জানান, একদিকে তীব্র গরম অন্যদিকে শহরের মূল সড়কগুলো হকার ও সিএনজি চালকদের দখলে থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস চরম হয়ে উঠে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, যত্রতত্রে গাড়ি পার্কিংয়ের কারনে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে পুলিশ আগামী কয়েকদিন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করবে।