মাননীয়,
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয় ও লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) সংসদ সদস্য জনাব ড.আনোয়ার হোসেন খান এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
আমরা রামগঞ্জ উপজেলা শহর থেকে রতনপুর, মধুপুর, আউগানখীল, বকশিবাজার, চন্ডিপুর, বকুলতলা, মাছিমপুর ও চাঙ্গিরগাঁও পশ্চিম জনপথের ৫০/৬০ হাজার মানুষের বসবাস।
জেলার নামকরা ৪টি স্কুল, ৩টি মাদ্রাসা ও ২৬/২৭ টি প্রাইমারী স্কুল, পাশের জেলা একমাত্র নৌ বন্দর, বঙ্গবন্ধু কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীর চলাচলের পথ।
গত ২০১৯ সালে রামগঞ্জ টু নাগের দীঘির পাড়, বকসী বাজার, বকুল তলা বাজার, মিঞার হাট, মাসিমপুর, বাংলা বাজার, চন্ডিপুর, হরিশ্চর রাস্তাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল.জি.ই.ডি মন্ত্রণালয়ের আওয়াতাধীন (Rural Connectivity Improvement Project (RCIP) প্যাকেজ নং CW-05 / Reip/Lax-284923 আইডি ৪৫১৬৫২০১১ রাস্তাটি ৫৬৭৫ মিটার টেন্ডার আহবান করা হলে মের্সাস তমা কনট্রাকশন এন্ড কোং লিঃ ও এম.এ ইঞ্জিনিয়ারিং (জেডি) ৬,২৫,৮৩,২৪০ টাকা নিয়মমতে তাদের আনুকুল্যে গ্রহন করে।
ঠিকাদারী প্রতিষ্ঠানটি স্থানীয় সরকারের সাথে চুক্তি অনুযায়ী কাজ শুরুর কথা ০১/১০/২০১৯ সালে এবং কাজ সম্পূর্ণ করার কথা ৩০/০৯/২০২১ ইং তারিখে মধ্যে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজের ১০ ভাগ শেষ না করতে হঠাৎ রাস্তাটির কাজ কালক্ষেপন করে বন্ধ করে দেয়।
প্রকাশ থাকে যে এই রাস্তাটি পশ্চিম জনপথের মানুষের একমাত্র উপজেলা শহরের সাথে যাতায়াতের মাধ্যম।
এ ছাড়া এই রাস্তাটি পুরো উপজেলার মানুষ চাঁদপুর নদী বন্দরে নৌ রুটে রাজধানী ঢাকার সাথে যাতায়াত করে থাকে।
রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।
এই রাস্তাটি দিয়ে গাড়ি তো দূরের কথা মানুষ চলাচল পর্ষন্ত সম্পূর্ণ ভাবে অকেজো হয়ে পড়েছে। আরো সরেজমিনে দেখায় যায় যে, রাস্তাটির উপরে একহাঁটু পানি, জায়গায় জায়গায় বড় গর্ত যাহা প্রতিদিন গাড়ি এক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে ইতিমধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি রামগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম কে জানালে তিনি বলেন ঠিকাদার প্রতিষ্ঠানটি কে বার বার আমারা চিঠি দিয়েছি কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি আমলে নিচ্ছে না।
আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে উর্ধ্বেতন কতৃপক্ষকে চিঠি দিয়েছি।
মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয় ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে আমরা এই রাস্তাটির জন্যে সুবিধা ভোগ করতে পারিনা।
তা ছাড়া আপনাদের অবগতের জন্যে জানাচ্ছি যে, এই জনপথের মানুষ নিজ জেলা চাহিদা মিটিয়ে রপ্তানি করে থাকে ধান, সুপারী, লেবু, শাকসবজি ও বিভিন্ন খাদ্য শস্য।
এই রাস্তাটির যাতায়াতের অসুবিধার কারনে কৃষকের মাথা হাত। যে কোনো সময় মানুষ রাস্তা নেমে আসতে পারে। অসহায় মানুষ আপনার দিকনির্দেশনার জন্যে অপেক্ষমান।
মাননীয় এমপি মহোদয় আপনার এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে রাস্তাটি অতি জরুরী ভাবে প্রয়োজনী
ব্যবস্থায় করে দিলে আমরা চির কৃতজ্ঞ থাকবো। তা ছাড়া আমরা জানি আপনি পুরো উপজেলা ব্যাপী উন্নয়ন করার জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।নিচে বর্তমান রাস্তাটির চিত্র তুলে ধরলাম।
এলাকাবাসীর পক্ষে এস এম নজরুল ইসলাম।
(বিঃদ্রঃ ভাষারীতি হুবুহ রেখে প্রকাশ করা হলো)