মাহমুদ ফারুক:
সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথমদিন আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলার রামগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি লকডাউন কার্যকর করতে প্রশাসনকে সহযোগীতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান যেন খোলা রাখা না হয় সে লক্ষে রামগঞ্জ ও সোনাপুর বাজার, পদ্মা বাজার, পানপাড়া বাজার, পানিয়ালাসহ বেশ কিছু এলাকায় অভিযান অব্যাহত রাখে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান ও রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এসময় জনসচেতনতামূলক প্রচার ও দিক নির্দেশনা প্রদান করেন স্থানীয়দের।
এছাড়া লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।