
ইয়াছিন আরাফাত রাব্বি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের অর্থায়নে রিক্সা, সিএনজি অটোরিক্সা, বিভিন্ন বাজারের নৈশ প্রহরীসহ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৫টায় রামগঞ্জ পৌর বালুয়া চৌমহুনি বাজার সংলগ্ন একটি মাঠে স্বাস্থ্যবিধি মেনে রিক্সা, সিএনজি অটোরিক্সা, বিভিন্ন বাজারের নৈশ প্রহরীসহ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পন্যের প্যাকেট উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এবং বিশেষ অতিথি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু সার্বিক তত্বাবধানে ও জাহাঙ্গীর আলমের বিপ্লবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য সৈকত মাহমুদ শামছু, টিএম বাহার প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ এসময় সকলের প্রতি মাস্ক পরিধানের অনুরোধ জানিয়ে বলেন, আপনাকে ভালো থাকতে হবে। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। বড় ধরনের কোন কাজ না থাকলে দয়া করে রাস্তায়-বাজারে বা দোকানে আসার দরকার নেই। অবশ্যই বাড়ির বাহিরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করুন।