মাজেদ হোসেন:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে। লকডাউনের ফলে নিন্ম আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে।
অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। দিনমজুর পরিবারের সদস্যরা খাদ্য সঙ্কটে দিশেহারা হয়ে পড়ছে। আয়ের সবরকম রাস্তাও এক প্রকার বন্দ।
এ ধরনের অসহায় ও দুস্থ্যদের পরিবারের সহযোগীতায় এগিয়ে এলো “ব্যাচ-৯৮ রায়পুর কল্যান ফাউন্ডেশন” ।
শুক্রবার বিকালে “আপনি দরিদ্র নন- আপনি অসহায় আপনি আল্লাহর অতি প্রিয় বান্দা।
আমাদের আত্মার উপহার নিয়ে আমাদের সম্মানিত করেছেন” এ ব্যানারে লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরন করা হয়।
জনপ্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মশুরী ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবন উপহার দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব নূরে আলম তারেক, সাধারণ সম্পাদক ঢাকা জজ আদালতের এডভোকেট মঞ্জুর আলম, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লিটন, সংগঠনের সদস্য মোঃ সোলায়ামান, কাউন্সিলর মামহবুবুর রহমান রিজভি ও সাংবাদিক মাসুদুর রহমান প্রমূখ।
ঢাকা দায়রা ও জজ আদালতের এডভোকেট মঞ্জুর হোসেন বলেন, গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অত্র এলাকার হাজার হাজার দরিদ্র দিনমজুর অর্ধাহারে দিন কাটাচ্ছেন। কাজের কোন জোগান না থাকলেও পরিবার সদস্যদের নিয়ে কষ্ট পাচ্ছেন লোকজন।
এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে। আমাদের এ সংগঠন থেকে পূর্বের ন্যায় প্রতিটি মুহুর্তে অসহায় মানুষদের পাশে সবসময়ই সহযোগীতার হাত প্রসারিত থাকবে ইনশাল্লাহ।