শাখাওয়াত হোসেন:
রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের রাজ্জাক হাজ্বী বাড়ীর প্রবাসী জানে আলম মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদাউস নয়ন (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন রামগঞ্জ থানা পুলিশ।
শশুর আবদুর রাজ্জাক মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের (শুক্রবার) কোন এক সময়ে তার পূত্রবধূ তিন কন্যা সন্তানের জননী জান্নাতুল ফেরদাউস নয়ন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।
সকালে আমার ছেলের বসতঘর থেকে বাচ্ছাদের কান্নার আওয়াজ শুনে বের হয়ে লাশটি ঘরের ভিতর ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। তবে কি কারনে জান্নাতুল ফেরদাউস নয়ন আত্মহত্যা করেছেন সে ব্যপারে তিনি কিছু বলতে পারেননি।
জান্নাতুল ফেরদাউস উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দতেগো বাড়ীর নুরুল হকের কন্যা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মুন্নার বড় বোন।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।