তামজিদ হোসেন রুবেল: নিকটাত্মীয়ের জন্য কোরবানীর মাংস দিয়ে বাড়ী ফেরা হলো না কিশোর মোঃ শিহাব হোসেনের। বাড়ী ফেরার আগেই সড়কে বেপরোয়া গতির মাইক্রো চাপায় প্রান গেলো শিহাবের।
স্থানীয় লোকজন জানান, রামগঞ্জে হাইয়েচ মাইক্রোবাসা চাপায় বাইসাইকেল আরোহী মোঃ শিহাব (১৩) নামের এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রামগঞ্জ লক্ষ্মীপুর সড়কের পৌর নরিমপুর গ্রামের ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে। কিশোর মোঃ শিহাব চন্ডিপুর ইউনিয়নের আকরাম উদ্দিন পন্ডিত বাড়ীর প্রবাসী সেলিম শহিদ উল্যার ছেলে।
নিহতের লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছেন।
কিশোর শিহাবের মা নাজমা বেগম জানান, বিকাল সাড়ে ৩টায় মোঃ শিহাব এক নিকটাত্মীয়ের বাড়ীতে কোরবানীর গোস্ত দিয়ে বাইসাইকেলযোগে বাড়ী ফেরার পথে লক্ষ্মীপুর থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রোÑচ ৫২-০৯৩৭) ঘটনাস্থলে শিহাবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ছেলের মৃত্যু হয়।
রামগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় নিহত কিশোর মোঃ শিহাবের লাশ উদ্ধার ও গাড়ীটি জব্দ করে।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ী চালক আবদুল কুদ্দুসকে আটক মাইক্রো গাড়ীটি জব্দ করা হয়েছে। শিহাবের লাশ ময়নাতদন্তের জন্য সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে।