ইকবাল হোসেন বাবু:
করোনার প্রকোপরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে রামগঞ্জ উপজেলা প্রশাসন শহরের পুলিশ বক্স চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
শুক্রবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এসময় সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ৩ হাজার টাকা জরিমানা ও ৫টি মামলা দায়ের করেন।
এসময় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।