জাহীদ হাসান পাবেল: খুলনা অক্সিজেন ব্যাংকের উদ্যেগে রামগঞ্জ উপজেলার করোনায় আক্রান্ত বা অক্সিজেন সেবাগ্রহীতাদের সেবা প্রদানের জন্য রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবকে ১০টি মাঝারি মানের অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সুদুর খুলনা থেকে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের ঠিকানায় এ অক্সিজেন সিলিন্ডারগুলো প্রেরণ করা হয়।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক সংগঠনের অন্যতম শুভাকাঙ্খি গোলাম রহমান রিফাতের মাধ্যমে প্রেরণকৃত সিলিন্ডারগুলো গ্রহণ করেন।
খুলনা অক্সিজেন ব্যাংকের উপদেষ্টা প্রকৌশলী নাসরিন আরা শাহীনের আন্তরিক সহমর্মিতায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবে এ অক্সিজেন সিলিন্ডারগুলো প্রেরণ করা হয়।

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক জানান, আমরা খুলনা অক্সিজেন ব্যাংকের কাউকেই চিনি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রামগঞ্জ উপজেলায় অক্সিজেন সঙ্কটের কথা জানতে পেরে খুলনা অক্সিজেন ব্যাংক থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম রহমান রিফাতের মাধ্যমে ১০টি অক্সিজেন সিলিন্ডারগুলো প্রেরণ করা হয়। তিনি এসময় খুলনা অক্সিজেন ব্যাংকের সকল সদস্যদের রামগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, এটা নি:সন্দেহে ভালো উদ্যেগ। তিনি এসময় খুলনা অক্সিজেন ব্যাংকের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আরো বলেন, খুলনা এখান থেকে কম দুরে নয়। অথছ শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামগঞ্জ উপজেলাবাসীর অক্সিজেনের চাহিদার কথা জানতে পেরে করোনার কারনে মানুষের এ দূর্যোগ মুহুর্তে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় আমরা অনুপ্রানিত। এভাবে সকল শ্রেণী পেশার মানুষ যদি সারাদেশের অসহায় মানুষদের সহযোগীতায় এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে সম্ভব হবো।