ইয়াছিন আরাফাত রাব্বি: ছোট পাতিল ও ঢাকনার সাথে একটি প্লাস্টিকের পাইপ দিয়ে পানির বোতলের অংশ জুড়ে দিয়ে ভাপযন্ত্র তৈরি করে গরম ভাষ্প নিলে উপকার পেতে পারেন ঠান্ডাজনিত রোগ বালাই থেকে। অনেকেই আবার জ¦র, সর্দি, কাশিসহ অক্সিজেনের বিকল্প হিসাবেও গরম পানির ভাষ্প নিয়ে থাকেন। তবে বেশিরভাগই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এ ধরনের প্রক্রিয়া অনুসরন করে থাকেন।
এছাড়া অভিজ্ঞ চিকিৎসকের মতে যাদের দীর্ঘদিনের সাইনাসের সমস্যা রয়েছে তারা গরম পানির ভাষ্প নিলে উপকার পেতে পারেন বলে জানা যায়। আর করোনাকালীন সময়ে ভাপযন্ত্রের গুরুত্বও অপরিসীম।
খুব কম খরছে ভাপযন্ত্রের বহুবিধ ব্যবহারের জন্য সাইফুর’স রামগঞ্জ শাখার অর্থায়নে আজ সোমবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় ভাপযন্ত্র।
সাইফুর’স রামগঞ্জ শাখার পরিচালক অধ্যাপক হারুন অর রশিদের সার্বিক তত্বাবধানে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ভাপযন্ত্রগুলো হস্তান্তর করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ মডেল বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক প্রমূখ।
উপস্থিত ছিলেন, ব্যবসায়ী অমৃত কর্মকার, মনির হোসেন, মীর্জা মাহামুদুল কাদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ সায়েমসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।