মাহমুদ ফারুক:
মৃত্যু সুখ পাওয়ার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেলে মাফ করে দিও আমায়। ২টা বছর তিন মিনিটে ভুলে গেলা তুমি-এমনটা তো হওয়ার কথা ছিলো না। হাজারো স্বপ্ন দেখেছি, হত্যাও করে দিবো সে-ই স্বপ্ন।
আমার না থাকায় তুমি কাঁদবে, বলবে ভালোবাসো তুমি আমায়। তুমি ভালোবেসেছিলা তো? সবার ভালোবাসা ফেসবুকে ঝর্ণার মতো বইবে, আমার কি লাভ তাতে-আমি তো দেখবো না।
গত কয়েকদিন থেকে নিজের ফেসবুক আইডিতে “শুভ শুভ (আবির)” এ ধরনের হতাশাগ্রস্থ পোষ্ট ও প্রোপ্রাইল পিকচারে (ইউসার ডেড) দেয়ার কয়েকঘন্টা পর শুভ দাস (২২) নামের এক যুবকের গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার সকালে রামগঞ্জ থানা পুলিশের এস আই আবু তাহের শহরের শিশুপার্কের ভিতরের একটি আকাশমনি গাছ থেকে শুভ দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে। শুভ দাস পশ্চিম আঙ্গারপাড়া গ্রামের কর্ন দাসের ছেলে।
রামগঞ্জ থানা পুলিশ শুভ দাসের বাবা ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৮টায় শিশুপার্কের পশ্চিম দক্ষিণ পাশের একটি নির্জন স্থানের আকাশমনি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভ দাসকে ঝুলতে দেখে থানায় খবর দেয়।
রামগঞ্জ থানার এস আই আবু তাহের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুভ দাসের বাবা এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের না করায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।