মাহমুদ ফারুক: উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটর্নিং কর্মকর্তার সামনে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির খাঁনের নিকট সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নুর নবী বেশ নিরাপত্তাহীনতার অভিযোগ দিয়েছেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খোকনের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার (৪নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের সময় এ ঘটনা ঘটে।
সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নুর নবী জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের সময় তার মোবাইল নম্বরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে নির্বাচনের আগে এলাকা ছাড়ার হুমকি দেয়।
বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নৌকা প্রতীকে মনোনিত চেয়ারম্যান প্রার্থীকে জানালে নির্বাচন কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে দিতে বলেন।
এ ব্যাপারে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির খাঁন জানান, আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি সমাধান করে নিয়েছি। যিনি অভিযোগ দিয়েছেন, তিনিও এ এলাকার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। আমরা নির্বাচনের আগে ও পরে একই এলাকায় বসবাস করবো, আশা করি বিষয়টি নিয়ে আর কোন উচ্চবাচ্য হবে না।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খোকন জানান, অতি উৎসাহী লোকের কারনে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ যেন কোনভাবে বিঘিœত না হয় আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আবু তাহের জানান, আজকে যাছাই বাছাই হওয়ার কারনে অনেক ব্যাস্ত রয়েছি। তারপরও চেয়ারম্যান প্রার্থী নু রনবী সাহেবের অভিযোগ শুনে উনাকে লিখিত দিতে বলেছি।