নিজস্ব প্রতিবেদক: ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে রানাকে গ্রেফতার করেন।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করে।
রামগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানায়, উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর দায়রা শরীফের ওরছ উপলক্ষে স্থানীয় এলাকায় ফার্নিচারে মেলা বসে। ঐ মেলায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মোঃ স্বপন শ্যামপুর এলাকার বেলাল হোসেনের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে দোকান বসায়।
ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু জাফর রানা কয়েকদিন যাবত জায়গার ভাড়ার অর্ধেক টাকা তাকে দিতে ব্যবসায়ী স্বপনকে চাপ সৃষ্টি করে সময় নির্ধারন করে দেয়। ব্যবসায়ী মোঃ স্বপন নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় যুবলীগ নেতা আবু জাফর রানা রবিবার সন্ধায় ৫/৭জনের একটি গ্রুপ নিয়ে ফার্নিচার ব্যবসায়ী মোঃ স্বপনের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় মোঃ স্বপন বাদি হয়ে সোমবার লক্ষ্মীপুর আদালতে মামলা করলে পুলিশ ঐদিন সন্ধায় মামলার প্রধান আসামী আবু জাফর রানাকে শ্যামপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে।
এ ব্যপারে আবু জাফর রানার বাবা মোঃ খোকা জানান, আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একটি মহলের ইন্ধনে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, মামলার বাদী মোঃ স্বপনের দায়ের করা মামলায় আবু জাফর রানাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। এসময় তিনি জানান, আবু জাফর রানার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।