নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে নগদ ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) মনিরা খাতুন।
আজ সোমবার দুপুরে শহরের আয়েশা রেষ্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, আবদুর রশিদ পাটোয়ারী সাধারণ ব্যবসায়ীকে ৫হাজার টাকা ও আল আমিন ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রকাশ্যে ধুমপান করার অপরাধে তিন ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) মনিরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ভোক্তা সংরক্ষণ কর্মকর্তা মাহামুদুর রহমান, উপজেলা স্যানেটারী কর্মকর্তা সায়ফুন্নেছা, পৌর স্যানেটারি কর্মকর্তা আলমগীর কবির ও তামান্না বেবি প্রমূখ।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন, রামগঞ্জ থানার পুলিশ সদস্যরা।