নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ মোহাম্মদিয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা জুনায়েদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া সিআইপি।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিগত দিনের কার্যবিবরনী তুলে ধরে অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
মাদ্রাসা সুপার ফয়সাল আলম ভূইয়ার সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা এম এ গোফরান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী ও বিদ্যুৎসাহী সদস্য হাজী জাহাঙ্গীর হোসেন প্রমূখ।