
নিজস্ব প্রতিবেদক:
আলোর সন্ধানে নিয়োজিত শ্লোগানে প্রতিষ্ঠিত রামগঞ্জ উপজেলার শিক্ষামূলক সংগঠন স্কলার সোসাইটির দ্বি-বার্ষিক কমিটি শুক্রবার সন্ধায় গঠিত হয়েছে।
উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি সভাকক্ষে আয়োজিত ইফতার মাহফিলের পুর্বে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি ভাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
নব গঠিত কমিটি ঘোষণা করেন স্কলার সোসাইটির সাবেক সভাপতি ও উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন।
একই সময় কমিটির সহ-সভাপতি মনির হোসেন, মোতাহেব হোসেন, জালাল আহমেদ ও নুর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সহ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন পরান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক আতিক উল্যাহ, সহ অর্থ সম্পাদক কাউসার হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মাশফেক ইব্রাহীম (আরটিভি) সহ প্রচার ফাহাদ হোসেন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সুমন, সহ দপ্তর জিয়া উদ্দিন রনি, ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হোসেন, প্রকাশনা সম্পাদক সাংবাদিক কেফায়েত উল্যা, তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ সোহেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তুহিন হোসেন ও সহ-সমাজকল্যাণ বিষয়ক আলমগীর হোসেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি নোয়াখালী সরকারী মহিলা কলেজের সহকারী শিক্ষক আবু ইউসুফ হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরকারী কবি নজরুল কলেজ (ঢাকা) এর সহকারী অধ্যাপক শাহ মোঃ আলমগীর শাওন।
পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।