সোহাগ কবিরাজ:
পবিত্র রমজান উপলক্ষে ইসলামী গান প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ মোহাম্মদিয়া হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‘আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুরের পাখি শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রায় ২শতাধীক প্রতিযোগীর মাঝে ক’ গ্রুপে ১০ ও খ’ গ্রুপের ১০জন প্রতিযোগী বিজয়ী হন।
ইসলামী গানের বিশিষ্ট শিল্পী মশিউর রহমান, অনুপম শিল্প গোষ্টির প্রশিক্ষক মিরাজ হোসেন ও লক্ষ্মীপুর সংস্কৃতিক একাডেমির সহকারী পরিচালক আমজাদ হোসেন বিচারকের দায়িত্ব পালন করেন।
সংগঠনের মোটিভেশনাল স্পীকার জাকির পারভেজের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদের খতীব মাওলানা আবদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মডারেটর আবদুল করিম জনি, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, হাফেজ মিজানুর রহমান, ক্বারী ইলিয়াস শাহ, জিহাদ হোসেন ও আব্দুল্যাহ চৌধুরী তাহসীন প্রমূখ।