ইকবাল হোসেন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদ জুয়েলের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
আজ সোমবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্তর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে প্রতিবাদ সভা ও ছাত্রদল সাধারণ সম্পাদকের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন আহাম্মেদ, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মিরান শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, রাশেদ রেদোয়ান, আহাম্মেদ ফাহিম, শ্রাবণ আখন্দ, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন, কামরুল হাসান জিসান, ছাত্রলীগ নেতা রিহাব, সাজ্জাদ, শাওন, রায়হান, হৃদয় প্রমূখ নেতৃবৃন্দ।