নিজস্ব প্রতিবেদক:
রবিবার রাতে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে বিস্ফোরনে মারাত্মক আহত মোঃ তারেকের (২৫) অপারেশন সম্পূর্ণ হয়েছে। আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ তারেক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ফরাশগঞ্জ এলাকার বাসিন্দা।
আহত তারেকের চাচাতো ভাই জানান, আমরা ফেসবুক লাইভে তারেক হোসেনের আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এছাড়া সেখানকার আত্মীয় স্বজনদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারেকের হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত স্থানের অপারেশন করা হয়েছে।
এসময় তারেকের আত্মীয়স্বজনরা দূর্ঘটনায় মৃত ও আহত সকল মানুষের জন্য দোয়া প্রার্থণা করেছেন।