রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ২০২২ ইং সনের মে মাসে মাদক উদ্ধার, সাজা ও গ্রেফতারি ফরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ সামগ্রিক কর্ম মূল্যায়নে এ পুরুস্কারে ভুষিত করা হয় তাকে। এছাড়া একই থানার উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যান ও অপরাধ সভায় লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) শ্রেষ্ঠ দুই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক, নগদ টাকা ও সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী ও সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।