নিজস্ব প্রতিবেদক:
ভারতে সম্প্রতি হযরত মোহাম্মদ সাঃ ও তার স্ত্রীকে উদ্দেশ্যে করে কটুক্তির প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আছর রামগঞ্জ বাইপাস সড়কের মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি রামগঞ্জ শহরের পুলিশ বক্স চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
এসময় উপস্থিত বক্তারা হযরত মোহাম্মদ সাঃ ও তার স্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে বিজেপির দুই কর্মকর্তার ফাঁসি দাবী করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সোনাপুর বাজার বড় মসজিদের খতীব মাওলানা মোঃ হারুন অর রশিদ, মাওলানা মোঃ ফয়েজুল্লাহ, মাওলানা হোসাইন আহম্মেদ, মাওলানা আবদুল বাতেন সাবেরী, মুফতি মোঃ নুরুল্লাহ, মুফতি মিজানুর রহমান প্রমূখ।