রায়হান মিঠু, সাভার:
সিডাবের আসন্ন নির্বাচনে প্রস্তুতি শুরু করেছে দুই সভাপতি প্রার্থী জোবায়ের ইসলাম (জিতু) ও আব্দুর রহিম (হিমু)।
গত বৃহস্পতি ও শুক্রবার আলাদা আলাদাভাবে সাভারস্থ সিআরপিতে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এক্সিকিউটিভ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন সিডাবের সাধারণ সদস্য ও প্রাইমারি সদস্যগণ।
মধ্যাহ্ন ভোজের পরে সদস্যদের পরিচয় পর্ব শেষে দুই সভাপতি প্রার্থী তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন এবং সিডাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানান বিষয় সমসাময়িক আলোচনা করেন।
এসময় ভোটারা প্রার্থীদের কাছে তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
প্রার্থীরা প্রতিশ্রুতি দেন তারা ক্ষমতার গেলে সিডাব সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করবেন।