ইকবাল হোসেন:
বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ২৭তম বছর আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পদ্মা বাজার সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পূর্বে ব্যাংক শাখা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.টি.এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলম মেডিকেলের স্বত্বাধীকারী জাহাঙ্গীর আলম, হাজী আমিন উল্যাহ, মোঃ খোরশেদ আলম, সাংবাদিক মাহমুদ ফারুক, সাইফুল ইসলাম, রায়হানুর রহমান, রাকিব হোসেন, রবিউল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোশ্যাল ইলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহবান জানান।
বিশেষ বক্তা জাহাঙ্গীর আলম বলেন, পদ্মা বাজার সোশ্যাল ইসলামীর এজেন্ট ব্যাংক শাখাটি স্থাপিত হওয়ার এখানকার অনেক মানুষ উপকৃত হয়েছেন। প্রবাসী ভাই-বোনদের জন্য লেনদেনে এনেছে ভীন্নমাত্রা । আর্থিক লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং সেবা সহজেই পেয়ে যাচ্ছে এই অঞ্চলের অনেক মানুষ।