রায়হান মিঠু, সাভার:
আজ বৃহস্পতিবার দুপুরে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড সিআরপিতে ইনার হুইল ক্লাব ইস্কাটন এর পক্ষ থেকে এবং সিআরপির সহযোগিতায় ১০ জন অসহায় হতদরিদ্র মেরুরজ্জতে আঘাত প্রাপ্ত ব্যক্তি ও ৫ জন অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সিডাবের সহ-সভাপতি জোবায়ে ইসলাম জিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও
সমন্বয়কারী মিস ভেলরি এ টেইলর।
আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোর্শেদা নাসির (প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব এসকাটন, ডিস্ট্রিক্ট-৩২৮) ও উক্ত ক্লাবের সদস্য শিরীন আনোয়ার, খায়রুন রাজ্জাক, দিলারা বাসার, শমলা জামান, মানবাধিকার কর্মী এডভোকেট মজিবুর রহমান এবং সমাজকর্মী বশির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, মাইদুল ইসলাম (ম্যানেজার, ফান্ড রাইজিং ডিপার্টমেন্ট, সিআরপি) শফী উল্লাহ (ইনচার্জ, সমাজকল্যান বিভাগ সিআরপি) ও সিডাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সিডাবের সাধারণ সদস্য ও প্রাইমারি সদস্যবৃন্দ।
এসময় অতিথি বক্তব্যে মিস ভেলরি এ টেইলর বলেন, ইনার ক্লাবের সামাজিক এ কার্যক্রমে আমি অত্যন্ত আনন্দিত। আমরা যারা সুস্থ মানুষ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে কোনো সমস্যা হয় না। যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা এই হুইলচেয়ারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে পারবে। এটা তাদের জন্য খুবই দরকারী।
এডভোকেট মোর্শেদা নাসির বলেন ইনার ক্লাব ভবিষ্যতে সিডাব সদস্যদের অধিকার রক্ষার্থে এগিয়ে আসবেন এবং দুস্থ রোগীদের বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখবেন।
স্বাগত বক্তব্যে সিডাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন সিডাব এসসিআই ব্যক্তিদের একটি স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিষ্ঠান।
ঢাকাসহ দেশের আরো ৬ টি জেলায় এসসিআই ব্যক্তিদের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়া সিডাব প্রতিবন্ধী মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্ধনেতিক অধিকার নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী এনজিওদের সাথে একযুগে কাজ করে আসছে।
সিডাব ইত্যেমধ্যে প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে গণসচেতাবৃদ্ধি, প্রবেশগম্যতা, স্বকর্মসংস্থান, হুইলচেয়ার বিতরণসহ এসসিআই ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্য়ক্রম চলমান রাখতে বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। জব আনোয়ার ইনার ক্লাবকে ভবিষ্যতে সিডাবের সঙ্গে কাজ করার আহবান জানান।