মোঃ সোহাগ হোসেন:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ২০২২ ইং সনের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগগণকে সংবর্ধনা দেয়া হয়।
সোমবার সকাল ১০ টায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একটিভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে এবং চাটখিল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্ল্যাহ চৌধুরী।
আরো বক্তব্য উপস্থাপন করেন, একটিভ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বজলুর রহমান ভিপি লিটন, চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ, পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক জসিম উদ্দিন, চাটখিল উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, পাঁচগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, অভিভাবক সদস্য খোরশেদ আলম, বি.আর.ডি.বি চেয়ারম্যান ভিপি মিজান প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালে চাটখিল উপজেলায় এসএসসিতে ৯৬ জন, দাখিলে ১৮ জন এবং কারিগরি বোর্ড থেকে ৪ জন শিক্ষার্থীসহ মোট ১১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদেরও সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।