নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “মহান আল্লাহ্র প্রতি ভরসা রেখে বলছি, আমাদের লক্ষ্য ১৫১ আসন।
লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আরও বলেন, “নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেসব বক্তব্য দিচ্ছেন তা বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে আরও উষ্কে দিচ্ছে বলে আমরা মনে করি।”
এক পর্যায়ে আমাদের প্রতিনিধিকে এনডিএম যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসাইন জানান আসন্ন ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ নং আসন লক্ষীপুর -১ রামগঞ্জ উপজেলা সংসদীয় আসনে সিংহ মার্কায় এনডিএম এর প্রার্থী ঘোষণায়। এবং এই আসনে মনোনয়নের জন্য আমাকে বিবেচনা করায় আমি দলের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং নাগরিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এনডিএম এর আন্দোলন-সংগ্রামে আমি সবসময় রাজপথে ছিলাম থাকব ইনশাআল্লাহ।
আমি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার সব ভোটারের দোয়া ও ভালোবাসা সমর্থন প্রার্থী। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এনডিএম এর অঙ্গীকার দেশ হবে জনতার।