মোঃ সোহাগ হোসেন:
রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি পারভেজ আলম, সাধারণ সম্পাদক মাহবুব আলম হৃদয়সহ নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন করপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবি লীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিগণ।
শুক্রবার বিকেলে শ্যামপুর বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে মধ্য করপাড়া, পশ্চিম করপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক মুজিবের বাড়ি প্রাঙ্গনে আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদ খাঁন জয়ের সভাপতিত্বে করপাড়া ইউনিয়ন নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা, যুগ্ন আহবায়ক মুরাদ হোসেন, আব্দুল জলিল, সাবেক যুবলীগ নেতা মেশকাত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিনহাজুল হক শুভ, আল-আমীন মাহমুদ রবিন, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন মৎস্যলীগের আহবায়ক এছহাক মিয়া, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদিকা আয়েশা আক্তার, ইউপি সদস্য আলাউদ্দিন, মো: ইউনুছ, ইব্রাহিম খলিল ইবু, টেলু মেম্বার ও জীবনসহ অনেকে।
বক্তরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ষড়যন্ত্রের আন্দোলন প্রতিহত করতে নতুন কমিটির যোগ্য নেতৃত্ব প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ।