নিজস্ব প্রতিবেদক: অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন তারুণ্যের আলো ব্লাড ডোনেশন ক্লাব।
গতকাল সোমবার বিকাল ৪টায় রামগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা ।
সংগঠনের উপদেষ্টা গোলাপ হোসেন সঞ্চালনায় ও তারুণ্যের আলো ব্লাড ডোনেশন প্রধান উপদেষ্টা সাইব বিন সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ।
রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ ফারুক, তারুণ্যের আলো ব্লাড ডোনেশন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জয়, রাজিব দাশসহ, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন শিক্ষা, সাংস্কৃতিক সম্পাদক রাসেল হাজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বি যুগ্ম সাধারণ সম্পাদক পান্না আক্তার, শায়ন, নাছির ফরহাদ, আকরাম, আরমান, আদিফসহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখঃ সংগঠন টি ০৫ মে ২০২১ সালে কার্যক্রম শুরু হয়