মোঃ সোহাগ হোসেন: শত বছরের ঐতিহ্যবাহী শ্যামপুর দায়রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সূফি জকি উদ্দিন হোসাইনী (রহ) ১৬৪ তম উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্যামপুরে তিন দিন ব্যাপি উরশ মোবারক শুক্রবার সকালে মাহফিল, জিকির ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।
মোনাজাত শেষে ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ্ সাইয়্যেদ গোলাম সাখজারী সাবের হোসাইনী। এ সময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আশেকান ও ভক্তদের উপস্থিতিতে হাজার হাজার মানুষের ঢল লক্ষ্য করা যায়।
উরশ মোবারক উপলক্ষে গত তিন দিন থেকে মেলার বিভিন্ন দোকান সহ সার্বিক ব্যবস্থা ছিল অত্যন্ত সু-শৃঙ্খল।
সার্বিক সহযোগিতা করেন মুনতাজেম এ দরবার ( পরিচালক)
সৈয়দ গোলাম মুরসালিন ও খেদমতে সৈয়দ গোলাম মঈন উদ্দিন ও মুরাদ হোসেন ও সোহাগ হোসেন।